রাশিয়াকে একঘরে করার উদ্যোগ, মোদীকে আমন্ত্রণ জানানো হবে জি-৭ বৈঠকে

আগামী ২৬ থেকে ২৮ জুন জার্মানির ব্যাভেরিয়ান আল্পসে বসছে জি-৭ (Modi G 7) গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠক। বর্তমানে ওই গোষ্ঠীর সভাপতি জার্মানি। সোমবার জার্মানির চ্যান্সেলর ওলফ শুলজ বলেন, জি-৭-এর (Modi G 7) বৈঠকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাশিয়ার বিরুদ্ধে আরও বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্যই জি-৭ গোষ্ঠী (Modi G 7) মোদীকে আমন্ত্রণ জানাবে বলে পর্যবেক্ষকদের ধারণা। একইসঙ্গে ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও সেনেগালের রাষ্ট্রপ্রধানদেরও আমন্ত্রণ জানানো হবে।  

কয়েক সপ্তাহ আগেও মোদীকে (Modi G 7) আমন্ত্রণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি শুলজ। কারণ ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে সরাসরি রাশিয়াকে নিন্দা করেনি ভারত। পরে জার্মানির চ্যান্সেলর সিদ্ধান্ত নেন, ভারতকে উপেক্ষা করা ঠিক হবে না। কারণ ভারতের জনসংখ্যা বিপুল। দীর্ঘদিন ধরে সেদেশে গণতন্ত্র বজায় রয়েছে। একটি সূত্রের মতে, জি-৭ গোষ্ঠীর ধারণা, রাশিয়াকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। শুলজ মনে করেন, জলবায়ু পরিবর্তন ও প্রতিরক্ষা নিয়েও মোদীর সঙ্গে তিনি যৌথভাবে কাজ করতে পারবেন।

সোমবার বার্লিনে যাচ্ছেন মোদী। জার্মানির সঙ্গে ভারতের মন্ত্রিপর্যায়ের বৈঠকে তিনি অংশ নেবেন। তারপরে তিনি বৈঠকে বসবেন শুলজের সঙ্গে। ভারত থেকে দক্ষ শ্রমিকরা যাতে সহজে জার্মানিতে যেতে পারেন, সেজন্য অভিবাসন সংক্রান্ত আইন শিথিল করতে চান শুলজ। সেই বিষয়েই দু’জনে আলোচনা করবেন।

জার্মানি চায়, বিভিন্ন ইউরোপীয় কোম্পানি ভারতকে অস্ত্র বিক্রি করুক। তাহলে অস্ত্র কেনার বিষয়ে রাশিয়ার ওপরে ভারতের নির্ভরতা কমবে।

রাশিয়া ইউক্রেনে হামলা করার পরে শুলজ বিভিন্ন গণতান্ত্রিক দেশের সঙ্গে যোগযোগ করেন। গত সপ্তাহেই তিনি গিয়েছিলেন জাপানে। গত এপ্রিলে রাশিয়াকে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য ভোটাভুটি হয়। ভারত সহ মোট ৫০ টি দেশ ভোটদানে বিরত ছিল। জার্মানি এবং অন্যান্য জি-৭ গোষ্ঠীভুক্ত দেশ, যথা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, জাপান ও কানাডা রাশিয়ার ওপরে নানা নিষেধাজ্ঞা জারি করে। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news