বিরোধীরা ঐক্যবদ্ধ হলে বিজেপি ১০০ আসনের মধ্যে গুটিয়ে যাবে: নীতীশ কুমার
ভারতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, বিরোধীরা সবাই ঐক্যবদ্ধ হলে বিজেপি ১০০ আসনের মধ্যে গুটিয়ে যাবে। এভাবে তিনি ২০২৪ সালে আসন্ন লোকসভা নির্বাচন সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন।
আজ (শনিবার) ‘জেডিউ’ নেতা ও মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের রাজধানী পাটনায় সিপিআইএমএল-এর জাতীয় সম্মেলনে ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে গণতন্ত্র ও সংবিধান রক্ষায় বিস্তৃত বিরোধী ঐক্য গড়ে তোলা সম্পর্কে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
এসময় তিনি ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ সমস্ত বিরোধী দলকে আগামী লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, আমরা যদি একসাথে বিজেপির বিরুদ্ধে লড়াই করি তবে আমরা বিজেপিকে ১০০ আসনের নীচেয় আনতে পারব। নইলে কী হবে, আপনারা আগে থেকেই জানেন। তিনি এ সময়ে কংগ্রেসের সিনিয়র নেতা সালমান খুরশিদের উদ্দেশ্যে বলেন, ‘আপনার মাধ্যমে কংগ্রেস নেতৃত্বের কাছে আবেদন সবাই ঐক্যবদ্ধ হলে বিজেপি ১০০ আসনে আটকে যাবে। বিহারে বিরোধীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে।’
মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, তিনি যখন (বিজেপি নেতৃত্বাধীন জোট) ‘এনডিএ’ থেকে আলাদা হয়েছিলেন, তখন সমস্ত বিরোধী দলের নেতারা স্বাগত জানিয়েছিলেন। ২০২৪ সালে, সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধভাবে লড়াই করবে, তবেই বিজেপি নিশ্চিহ্ন হবে। আজ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পাল্টানোর চেষ্টা চলছে। সকল ধর্ম ও বর্ণের মানুষকে একসাথে চলতে হবে।
নীতীশ কুমারের পাশাপাশি, আজ ‘আরজেডি’ নেতা ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন ‘কংগ্রেসের উচিত আঞ্চলিক দলগুলোকে চালকের আসনে আসতে দেওয়া। যেখানে বিজেপির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা, সেখানে কংগ্রেসের লড়াই করা উচিত। কংগ্রেসের এখন আর দেরি করা ঠিক হবে না।’ তেজস্বী যাদব বিজেপিকে নিশানা করে বলেন, ‘আজ দেশের পরিবেশ ও পরিস্থিতি এমন যে বিজেপির বিরুদ্ধে কথা বললে অভিযান চালানো হবে, চরিত্র হনন করা হবে, ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বা জেলে পাঠানো হবে। কিন্তু বিজেপির সঙ্গে থাকলে আপনাকে হরিশচন্দ্র বলা হবে।’
বিজেপির সঙ্গে থাকলে আপনার যতই দাগ থাকুক না কেন, তা ওয়াশিং মেশিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বলেও বিজেপিকে কটাক্ষ করেন আরজেডি নেতা ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
খবর পার্সটুডে/এনবিএস/২০২৩/একে


