‘গ্রেফতার ও উদ্ধার’-এর পরদিন বিজেপি নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি পাঞ্জাবের কোর্টের

 শুক্রবার দিল্লি থেকে বিজেপি (BJP) নেতা তাজিন্দর পাল বাগগাকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ। তাঁকে মোহালিতে নিয়ে যাওয়ার পথে হরিয়ানা পুলিশ বাধা দেয়। এদিকে বিজেপি (BJP) নেতার বাবা দিল্লি পুলিশের কাছে অভিযোগ করেছিলেন, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে। দিল্লি পুলিশ তাজিন্দরকে শুক্রবারই ‘উদ্ধার করে’ দিল্লিতে নিয়ে যায়। শনিবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল মোহালির আদালত। অভিযোগ, তিনি উস্কানিমূলক বক্তব্য পেশ করেছেন ও হুমকি দিয়েছেন।
শুক্রবার বাগগার গ্রেফতার হওয়া নিয়ে আপ ও বিজেপির (BJP) মধ্যে চাপান-উতোর শুরু হয়। বিজেপি (BJP) বলে, পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করছে আম আদমি পার্টি। অন্যদিকে আপের অভিযোগ ছিল, বাগগার বিরুদ্ধে পাঞ্জাবে তদন্ত চলছে। তাঁকে পাঁচবার ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি যাননি।
শুক্রবার বিজেপি নেতাকে গ্রেফতার করতে না পেরে শনিবার মোহালি কোর্টের দ্বারস্থ হয় পাঞ্জাব পুলিশ। বিচারক বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
গত ১ এপ্রিল বাগগার বিরুদ্ধে এফআইআর করা হয়। তার আগেরদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপির যুব শাখা। বাগগা ওই বিক্ষোভে শামিল হয়েছিলেন। অভিযোগ, সেই জমায়েতেই তিনি উস্কানিমূলক বক্তব্য পেশ করেন।  
বাগগার বিরুদ্ধে মামলার পরবর্তী শুনানি হবে ২৩ মে। এদিন সকালে তিনি বলেন, “আমার বিরুদ্ধে ১০০ টি এফআইআর হলেও আমি আপ এবং কেজরিওয়ালের সমালোচনা করে যাব।”খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news