সুপ্রিম কোর্টে দেশদ্রোহিতা আইনের সমর্থনে কেন্দ্র, দেখাল আগের রায়ের নজির


দেশদ্রোহিতা আইন (Sedition Law) চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তৃণমূলের সাংসদ মহুয়া মিত্র। এছাড়া এডিটরস গিল্ডও (Sedition Law) একই আবেদন করেছিল। শনিবার কেন্দ্রীয় সরকার ওই আইনের পক্ষে বক্তব্য পেশ করল শীর্ষ আদালতে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে তিন বিচারপতির এক বেঞ্চ ওই আবেদন শোনে। এক লিখিত বিবৃতিতে কেন্দ্রীয় সরকার বলে, তিন সদস্যের বেঞ্চ দেশদ্রোহিতা আইনের (Sedition Law) বৈধতা বিচার করতে পারে না। 

এক সাংবিধানিক বেঞ্চ ইতিমধ্যে ওই রায়ের বৈধতা বিচার করে দেখেছে। অতীতে কেদারনাথ সিং বনাম রাষ্ট্র মামলায় আদালত দেশদ্রোহিতা আইনের পক্ষে রায় দিয়েছিল। আদালত সেই রায় মেনে চলতে বাধ্য। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news