কলকাতায় হাজার ছাড়াল রান্নার গ্যাসের দাম, আগুন লাগল মধ্যবিত্তের হেঁশেলে 

আশঙ্কাই সত্যি হল। মার্চে সিলিন্ডার পিছু ২৫ টাকা বেড়ে (Gas Price) হাজারের গণ্ডি ছুঁতে চলেছিল রান্নার গ্যাসের দাম। এবার এক ধাক্কায় সিলিন্ডার পিছু রান্নার গ্যাসের দাম বাড়ল ৫০ টাকা। কলকাতায় এখন ১৪.২ কেজি রান্নার গ্যাসের জন্য দাম দিতে হবে ১০২৬ টাকা। রীতিমতো আগুন লেগে গেল মধ্যবিত্তের হেঁশেলে। 
পেট্রল-ডিজেলের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে গ্যাসের দামবৃদ্ধিও। বাণিজ্যিক ব্যবহারের ‘লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)’ সিলিন্ডারের দাম চড়চড় করে বেড়ে চলেছে। জ্বালানি তেলের দাম প্রায় রোজই বাড়ছে। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। এপ্রিল থেকেই জীবনদায়ী ও জরুরি ওষুধপত্রের দাম বেড়েছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে মধ্য়বিত্তদের। তার মধ্যে আবার রান্নার গ্যাস হাজার ছাড়িয়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষজনের। বিশেষত তাতে সরকারি ভর্তুকি যেহেতু বহু জায়গায় নামমাত্র বা কার্যত শূন্যে ঠেকেছে (Gas Price) ।
পাঁচ রাজ্যের ভোটের ফল বেরনোর পর থেকেই লাগাতার বাড়ছে পেট্রল-ডিজেলের দাম। ২২ মার্চ এক লাফে ৫০ টাকা বেড়ে ৯৭৬ টাকা হয়েছিল এলপিজি সিলিন্ডারের দাম (Gas Price) । তখন থেকেই আতঙ্কের প্রহর গুনতে শুরু করেন সাধারণ মানুষ। উত্তর প্রদেশ-সহ ৪ রাজ্যে বিপুল জয় পায় বিজেপি। সেদিনই বিজয় সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কথায় ইঙ্গিত মিলেছিল, যে এবার দাম বাড়তে পারে! বলেছিলেন, ভারত বাইরে থেকে যে কাঁচা তেল আমদানি করে, পাম অয়েল আমদানি করে, সানফ্লাওয়ার তেল আমদানি করে, তার দামও আন্তর্জাতিক বাজারে প্রচণ্ড গতিতে বাড়ছে। কাজেই রান্নার গ্যাসের দাম যে আরও বাড়তে পারে সে সম্ভাবনা ছিলই। সত্যি হয়েও দেখা দিল। 
Sri Lanka Unrest: জল নেই, বিদ্যুৎ নেই, ক্ষোভের আগুন জ্বলছে, ফের জরুরি অবস্থা জারি শ্রীলঙ্কায়
এর সঙ্গেই যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ।  রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল ও গ্যাস সরবরাহকারী দেশ।  যুদ্ধের জেরে বিশ্ব বাজারে অশোধিত তেল ব্যারেল পিছু ১০০ ডলার ছাড়িয়ে গেছে। এমনিতেও করোনার কোপ পড়েছে রোজগারে। তার ওপরে এই মূল্যবৃদ্ধির প্রভাবে সংসার টানতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news