ভারতে ইউনিসেফের জাতীয় অ্যাম্বাসাডর হলেন আয়ুষ্মান খুরানা

 মেডিক্যালের এমবিবিএস কোর্সে ভর্তির জন্য জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষা (NEET Exam)-এর বৈধতা চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করল তামিলনাড়ু সরকার (Tamil Nadu Government)। ওই রাজ্যের ডিএমকে পরিচালিত এমকে স্ট্যালিনের সরকারের বক্তব্য, নিট দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী। কারণ, এরফলে মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র ভর্তিতে রাজ্য সরকারগুলির অধিকার খর্ব করা হয়েছে। নয়া ব্যবস্থা রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ। তামিলনাড়ু সরকারের দাবি, ডাক্তারি কোর্সে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ভর্তিতে রাজ্য সরকারকে অধিকার দেওয়া হোক।

নিট হল এমবিবিএস এবং বিডিএস-এর মতো স্নাতক মেডিক্যাল কোর্সে ভর্তির পরীক্ষা। সরকারি ও বেসরকারি সব ধরনের মেডিক্যাল কলেজেই এমবিবিএসে ভর্তিতে সর্বভারতীয় এই প্রবেশিকা পরীক্ষায় বসতে হয়।

তামিলনাড়ু সরকারের মামলার প্রতি নজর রাখছে পশ্চিমবঙ্গ সরকার। এ রাজ্যের সরকারও নয়া ব্যবস্থার পক্ষপাতী নয়। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে আইনি পদক্ষেপ করেনি এ রাজ্যের সরকার। স্বাস্থ্য-শিক্ষা বিভাগের এক আধিকারিকের কথায়, নিট নিয়ে আপত্তি জানিয়ে তামিলনাড়ু সরকার এর আগেও সুপ্রিম কোর্টে গিয়েছিল। তখন সর্বোচ্চ আদালত নিট ব্যবস্থায় সায় দিয়েছিল। ফলে পশ্চিমবঙ্গ সরকার আর আইনি লড়াইয়ে যায়নি। নয়া মামলা কোন দিকে গড়ায় সেদিকে নজর রাখা হবে। কারণ, নিট নিয়ে রাজ্যের পড়ুয়াদেরও বিস্তর আপত্তি আছে। মেধা বাছাইয়ের থেকেও সর্বভারতীয় প্রবেশিকা ব্যবস্থায় আসলে প্রাইভেট কোচিংয়ের প্রসার বাড়ছে।

সংবিধানের ১৩১ নম্বর অনুচ্ছেদ বলে দায়ের করা মামলায় তামিলনাড়ু সরকার অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্রীয় নীতি, যা সংবিধানের মৌলিক কাঠামোর অংশ, নিটে তা লঙ্ঘন করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন এই পরীক্ষা ব্যবস্থা রাজ্যগুলির স্বায়ত্তশাসন কেড়ে নিয়েছে।

আইনজীবী অমিত আনন্দ তিওয়ারির মাধ্যমে দায়ের করা মামলায় তামিলনাড়ু সরকার বলেছে, ২০২০ সালে সুপ্রিম কোর্ট নিট অনুমোদন করার সময় বলেছিল ডাক্তারি পড়ার ক্ষেত্রে প্রার্থীর পারিবারিক আয়কে মানদণ্ড করা চলবে না। সর্বোচ্চ আদালত ক্যাপিটেশন ফি-র বিষয়েও সতর্ক করেছিল।

কিন্তু এগুলি সবই বাধ্যতামূলক করা হয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজের ক্ষেত্রে। সরকারি মেডিক্যাল কলেজের বিষয়ে কোনও পদক্ষেপ রাজ্য সরকারের তরফে করা সম্ভব হচ্ছে না। কারণ, রাজ্যের হাতে মেডিক্যালে ভর্তিতে কোনও পদক্ষেপ করার সুযোগ রাখা হয়নি ন্যাশনাল মেডিক্যাল কমিশন আইনে।

তামিলনাড়ু সরকার ডাক্তারিতে ভর্তি সংক্রান্ত আইনগুলিতে রাজ্যের ক্ষমতা খর্বকারী ধারার বিলোপ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তাদের বক্তব্য, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে রাজ্য সরকারকেই ভর্তির অধিকার দেওয়া হোক।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

news