ধূপগুড়িতে দাপিয়ে বেড়াচ্ছে বুনো দাঁতাল, হাতির হানায় জখম ১
ধূপগুড়ি শহর সংলগ্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দুটো বুনো দাঁতাল (Elephant attack)। জঙ্গল থেকে শহরতলিতে ঢুকে পড়েছে হাতি দুটি। জানা গেছে, হাতির হানায় জখম হয়েছে একজন।
সোমবার সকালে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, ভোরের দিকে যারা রাস্তায় বেরিয়েছিল তাদের তাড়া করে হাতি দুটি (Elephant attack)। একজন হাতির সামনে পড়ে যায়। জখম ওই ব্যক্তির নাম কার্তিক ভাওয়াল। তিনি ধূপগুড়ি মধ্য বোড়া গাড়ির বাসিন্দা।
হাতি দুটি যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছেন এলাকার লোকজন। ধূপগুড়িতে হাতির হানা নতুন নয়। প্রায়ই জঙ্গল থেকে বুনো দাঁতালের দল শহর বা গ্রামে ঢুকে পড়ে। বাড়িঘর ভাঙচুর করে। অনেক সময় বাড়ির দরজা ভেঙে খাবার চুরি করতেও দেখা গেছে হাতিকে। বুনো হাতির সামনে পড়ে গেলে শুঁড়ে তুলে আছাড় মারার চেষ্টাও করে। বুনো দাঁতালের আক্রমণে আগেও জখম হয়েছেন অনেকে। প্রাণও গেছে।
হাতি দুটিকে তাড়াতে বন দফতরকে খবর দেওয়া হয়েছে।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে


