আমেরিকা ফেরত দম্পতিকে নৃশংস খুন! কোটি টাকার গয়না লুঠ, গ্রেফতার দুই
মার্কিন মুলুক থেকে বাড়ি ফিরেই ঘটল বিপত্তি। শনিবার চেন্নাইয়ে ফিরেছিলেন এক দম্পতি। কিন্তু গাড়ির চালক ও তার বন্ধু ৪০ কোটির সম্পত্তি হাতানোর ছক কষেছে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি তাঁরা। বাড়ি ফিরতেই ওই দম্পতিকে খুন (Murder) করে চম্পট দেয় তাঁদেরই গাড়ির চালক ও তার বন্ধু। টাকা না পেয়ে পাঁচ কোটি মূল্যের গয়না হাতিয়েছে অভিযুক্তরা।
যদিও পুলিশ এই ঘটনায় ওই দু’জনকেই গ্রেফতার করেছে।
জানা গেছে, শনিবারই আমেরিকা থেকে বাড়ি ফিরেছিলেন শ্রীকান্ত ও অনুরাধা। পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শ্রীকান্ত, স্ত্রীকে নিয়ে মেয়ের কাছে গিয়েছিলেন। বাড়ি ফিরতেই তাঁদের খুন করে তাঁদেরই গাড়ির চালক ও তার বন্ধু।
খুন (Murder) করে ওই দম্পতির দেহ তাঁদেরই খামার বাড়িতে পুঁতে দিয়ে পালিয়ে যায় তারা। বাবা – মায়ের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও পাচ্ছিলেন না তাঁদের মেয়ে। ফোন বেজে গেলেও তুলছিল কেউই। চিন্তা বাড়ায় বাধ্য হয়েই প্রতিবেশীদের জানায় খবর নেওয়ার জন্য।
বাড়িতে প্রতিবেশীরা শ্রীকান্ত ও অনুরাধাকে দেখতে না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দুই জনের মৃতদেহ উদ্ধার করে। তবে কে খুন করল তাঁদের? খুঁজতে গিয়েই পুলিশ জানতে পারে, তাঁদের গাড়ির চালক বেপাত্তা।
অবশেষে, গাড়ির চালক কৃষ্ণান ও তার বন্ধু রবিকে অন্ধ্রপ্রদেশের ওঙ্গোল থেকে গ্রেফতার করে। নেপালে পালিয়ে যাওয়ার ছক ছিল দু জনের বলে, পুলিশ সূত্রে খবর। পুলিশের জেরার মুখের কৃষ্ণান স্বীকার করেছে যে, চুরির উদ্দেশেই খুন করেছে তারা।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


