চবির শিক্ষক হলেন শিক্ষক-দম্পতির কন্যা নিপা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন সাদেকা তামান্না নিপা। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের হাপানিয়া গ্রামের আব্দুল হাই তালুকদার এবং পারুল বেগমের জ্যেষ্ঠ কন্যা।
নিপার বাবা কলমাকান্দা সরকারী কলেজের অধ্যাপক, মা মুন্সিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার দাদা মরহুম আব্দুল হামিদ তালুকদার কৈলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
নিপা কলমাকান্দা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস ফাইভে ট্যালেন্টপুল স্কলারশিপ এবং কলমাকান্দা পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ক্লাস এইটে ট্যালেন্টপুল স্কলারশিপ পেয়েছিলেন। একই স্কুল থেকে ২০১১ সালে কৃতিত্বের সাথে এসএসসি এবং ২০১৩ সালে মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। ২০১৪-২০১৫ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হন। মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করে একই বিভাগের শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন তিনি। নিপা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত এবং গৌরবান্বিত।
নিপা স্থানীয় কলমাকান্দা চন্দ্রডিংগা সাহিত্য পরিষদের একজন সক্রিয় সদস্য। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেত্রী ছিলেন।
এনবিএস/ওডে/সি


