ঢাবি'র হলে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃতের নাম অমিত সরকার (২৫)। সে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিল।

অমিত ঢাবি'র জগন্নাথ হলের ৪০১১ নম্বর রুমে থাকতো। যশোর জেলার কোতোয়ালী উপজেলার বালিয়া ঘাট গ্রামের চিত্তরঞ্জন সরকারের ছেলে ছিলো সে। 

মৃতের বন্ধু রাজিব জানিয়েছেন, গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে লেখাপড়া করে প্রতিদিনের মতোই ঘুমিয়ে পড়ে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘুম থেকে না উঠলে, বন্ধুরা মিলে অমিত'কে দুপুর পৌনে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে মৃত্যুর কারন জানা যায় নি।

news