চারুকলা অনুষদ খোলার অনুমতি পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
বেশ কিছু শর্ত সাপেক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চারুকলা অনুষদ ও এর অধীনে ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং ও ভাস্কর্য বিভাগ খোলার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।
এর পূর্বে গত ৬ ফেব্রুয়ারি ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশেও বিষয়টি জানানো হয়।
ওই অফিস আদেশে উল্লেখিত শর্তসমূহ হল, শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরুর নিমিত্তে প্রয়োজনীয় ল্যাবরেটরিসহ বিষয়ভিত্তিক গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে সিলেবাস প্রণয়ন করতে হবে, চারুকলা অনুষদে তিনটি বিভাগের অধীনে প্রতিবছর স্নাতক (সম্মান) শ্রেণীতে ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে, শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণার জন্য লাইব্রেরিতে পর্যাপ্ত সংখ্যক বই, জার্নাল, মাল্টিমিডিয়াসহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি কর্তৃক অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগের ন্যুনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা অনুসরণ করতে হবে, পাঠদানের সুবিধার্থে খণ্ডকালীন কয়েকজন শিক্ষক নিয়োগ দেয়া যাবে সেক্ষেত্রে ইউজিসি কর্তৃক চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসরণ করতে হবে এবং শিক্ষার্থীদের গবেষণা, এক্সপেরিমেন্টাল শিল্পচর্চার প্রয়োজনীয় সুযোগ সুবিধা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে।
প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট ৬টি অনুষদের অধীন ৩৬টি বিভাগ ও ২টি ইনিস্টিউট থেকে পাঠদান করা হচ্ছে৷ নতুনভাবে আরো একটি অনুষদ চালু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টিতে।
এনবিএস/ওডে/সি


