জবির ৩ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৯১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার১৬ ফ্রেব্রুয়ারী জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তর এর উপ-পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।  

ওই তিন শিক্ষার্থী হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-২০১৯  শিক্ষা বর্ষের মো. খায়রুল ইসলাম ও মফিজুল্লা এবং সংগীত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল মামুন রিপন।

এর আগে, গত বছরের ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে থাপ্পড় মারার অভিযোগে একই বিভাগের মো. খায়রুল ইসলাম ও মফিজুল্লাকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন।

আর সংগীত বিভাগের আল মামুন রিপন বহিষ্কার হয়েছিলেন সরকারবিরোধী অপতৎপরতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর কারণে কারাগারে থাকায়। অপরদিকে গত বছরের ৪ এপ্রিল রিপনের সঙ্গে একই অপরাধে বিশ্ববিদ্যালয়ে আরও ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। রিপনের বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও বাকিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

এনবিএস/ওডে/সি

news