ফরিদপুরে ৩০০ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ৩’শ শিক্ষার্থীকে উদ্দীপনা পুরস্কার ও মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার চরসুলতানপুর উচ্চ বিদ্যালয়ে উপজেলার ১৫ টি বিদ্যালয়ের মধ্য থেকে বাছাই করা ৩০০ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।
আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের এই বৃত্তি দেয়া হয়। বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. হেলালউদ্দিন আহমেদ।
ফরিদপুর জেলা পরিষদ সদস্য ইলিয়াম বেগ নান্নু’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মহসীন বেগ, উপজেলা চেয়ারম্যান মো. কাউসার, নির্বাহী কর্মকর্তা তানজিলা কবীর ত্রপা।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মহসীন বেগ বলেন, উপজেলার ১৫ টি বিদ্যালয়ে ২৫০ মেধাবী শিক্ষার্থীর পুরোবছরের বিদ্যালয়ের বেতন, স্কুল ড্রেস, স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ, ক্রেস্ট এবং ৪৫ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে এককালীন নগদ অর্থ ও ক্রেস্ট দেয়া হচ্ছে। বিগত ৫ বছর যাবত এই বৃত্তি প্রদান করা হচ্ছে, সামনে প্রতিবছরও দেয়া হবে।
এছাড়াও এই ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিমাসে ১’শ করে বছরে মোট ১২ দরিদ্র রুগীকে ছানি অপারশেন ও লেন্স বসিয়ে দেয়া হচ্ছে। সকলের সহযোগিতা পেলে আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন এই কার্যক্রম চলমান রাখবে।
এনবিএস/ওডে/সি


