রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। সোমবার (২০শে ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ থেকে শুরু হয়ে শাহজাদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পৌঁছায়।
পরে (মঙ্গরবার) রাত ১২:০১ মিনিটে শাহজাদপুর সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান ভাষা শহিদদের যারা মাতৃভাষা বাংলার জন্য জীবন উৎসর্গ করেছেন। সেইসাথে স্মরণ করছি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। প্রণতি জানাই জাতির বীর সন্তানদের।
তিনি আরও বলেন, বাংলাদেশের সকল সংগ্রামের অন্তহীন প্রেরণার উৎস 'বায়ান্নর একুশ'। সুতরাং এই 'একুশ' কে বুকে ধারণ করে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় গ্রহণ করবো। উপাচার্য বলেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পরে বিশ্বব্যাপী বাংলা ভাষার ব্যবহার বহুগুণে বৃদ্ধি পেয়েছে, তা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার জনাব মোঃ সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরে বিকাল ৪ টায় বিশ্বকবির স্মৃতিধন্য রবীন্দ্র কাছারি বাড়ির প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের উদবোধনে বায়ান্নর একুশে ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর, দেশবরেণ্য কবি জুলফিকার মতিন, স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।
সবশেষে ছিল সাংস্কৃতিক আয়োজন, এতে অংশ নেন শাহজাদপুর সম্মিলিত সাংস্কৃতিক কেন্দ্র ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র। সবশেষে ছিল বাংলার চিরায়ত ঐতিহ্য, বাউলগানের আসর।
এনবিএস/ওডে/সিc


