ইবির বাংলা বিভাগের পুনর্মিলনী উপলক্ষে সংবাদ সম্মেলন

 ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা বিভাগের উদ্যোগে পুনর্মিলনীর আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় বিভাগের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে ইচ্ছুক সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আগামী ২৮ ফেব্রুয়ারি অনলাইন/অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়।

বিভাগ সূত্রে, বাংলা বিভাগে ৩৩ টি ব্যাচ চলমান রয়েছে। পুনর্মিলনীকে ঘিরে আলোচনা সভা, প্রাক্তনদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হবে আগামী ১১ মার্চ। এছাড়াও আগামী ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চে পিঠা উৎসবের আয়োজন করা হবে বলে জানা গেছে।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও অনুষদের ডিনসহ বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান মিলিয়ে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ, অধ্যাপক ড. হাবিবুর রহমান, অধ্যাপক ড. রশিদুজ্জামান, অধ্যাপক ড. শেখ মহা. রেজাউল করিম, অধ্যাপক ড. তপন কুমার রায়, সহযোগী অধ্যাপক ড. সাইফুজ জামান ও রোজী আহমেদ।

অধ্যাপক ড. গাজী মাহবুব মুর্শিদ বলেন, পুনর্মিলনীর মাধ্যমে বর্তমানদের সাথে প্রাক্তনদের যোগসূত্র গড়ে উঠবে। ৩৩ বছর পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন হচ্ছে। আমরা আশা করি এটি গঠনের মাধ্যমে পরবর্তীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা চাই সবাইকে নিয়ে আয়োজন করবো। এজন্য সকালের সহযোগিতা একান্ত কাম্য।

এনবিএস/ওডে/সি

news