শ্রীলঙ্কার অন্তর্বর্তী সরকার গঠনে রাজাপাকসের প্রস্তাব প্রত্যাখ্যান

শ্রীলঙ্কার অন্তর্বর্তী সরকার প্রধান হওয়ার জন্য বিরোধী নেতা সাজিথ প্রেমাদাসাকে প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে। তবে রোববার প্রধান বিরোধী দল সামাগি জনা বালাওয়েগয়া বা এসজেবি-এর জাতীয় সংগঠক তিসা আত্তানায়েকে সাংবাদিকদের বলেন, আমাদের নেতা প্রেসিডেন্টের প্রস্তাব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

প্রেসিডেন্ট রাজাপাকসে টেলিফোন আলাপে প্রেমাদাসা এবং এসজেবির অর্থনীতি বিষয়ক গুরু হার্শা ডি সিলভা উভয়ের সঙ্গে অর্ন্তর্বতী সরকার গঠনের সম্ভাবনা নিয়ে কথা বলেন। এছাড়া  শ্রীলঙ্কার আইনজীবীদের সংগঠন বার অ্যাসোসিয়েশন অব শ্রীলঙ্কা বা বিএএসএল ১৮ মাসের জন্য একটি অর্ন্তর্বতী সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। কিন্তু এতে প্রেসিডেন্টের কোনো ক্ষমতা থাকবে না। শনিবার বিরোধী দল এসজেবি ঘোষণা দেন,  তারা বিএএসএল-এর এই প্রস্তাবকে সমর্থন দেবে। 

বিএএসএল সংবিধানের ২০তম সংশোধনী বাতিল করারও আহ্বান জানিয়েছে। ওই সংশোধনীর মাধ্যমেই ২০২০ সালে রাজাপাকসেকে অবাধ ক্ষমতা পেয়েছিলেন

news