৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা; জরুরি হস্তক্ষেপের আহ্বান শাতাইয়্যার
ইহুদিবাদী ইসরাইলের সেনারা অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যার পর জরুরিভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতাইয়্যা। তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ঘটনায় ফিলিস্তিনজুড়ে নতুন করে প্রচণ্ড উত্তেজনা দেখা দিয়েছে।
গতকাল (রোববার) সন্ধ্যায় শাতাইয়্যা বলেন, “আমাদের জনগণের ওপর দখলদার ইসরাইলি সেনাদের ভয়াবহ অপরাধযজ্ঞের কারণে আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে যাতে সংঘবদ্ধ সন্ত্রাসবাদ থামানো যায় এবং আমাদের জনগণ আন্তর্জাতিক সুরক্ষা পেতে পারে।”
ফিলিস্তিনি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, “ইসরাইলের জুলুম-নির্যাতন ফিলিস্তিনি জনগণকে তাদের শক্ত অবস্থান থেকে হঠাতে পারবে না। আমাদের জনগণ মাতৃভূমি ও পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ, তা যাই হোক না কেন।” শাতাইয়্যা অভিযোগ করেন, ইসরাইলি সেনারা উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনি তরুণদের হত্যা করছে।
ইসরাইলি সেনারা গতকাল দক্ষিণ তুলকারমের জেবারা চেকপয়েন্টের কাছে ২৭ বছর বয়সী মাহমুদ সামি খলিল আরাম নামে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে বাব আল-আমুদ বা দামেস্ক গেইটের কাছে আরেক ফিলিস্তিনি তরুণকে হত্যা করে দখলদার সেনারা। এছাড়া, তৃতীয় ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করা হয় পূর্ব বেথেলহেমে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


