তুরস্ক বাধ নির্মাণের মাধ্যমে অন্যের সমস্যা তৈরি করতে পারে না: ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তুরস্ক বাধ নির্মাণের মাধ্যমে অন্য দেশগুলোর জন্য সমস্যা তৈরি করবে তা মেনে নেয়া যায় না।
তিনি আজ (মঙ্গলবার) সংসদ অধিবেশনে অংশ নিয়ে এ কথা বলেন। তিনি আরও বলেন, আরাস নদীতে বাধ নির্মাণ না করতে তুর্কি সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। তাদেরকে প্রতিবেশীদের অধিকার রক্ষা করতে বার বার অনুরোধ জানানো হয়েছে।
তিনি বলেন, তুরস্কের সঙ্গে বাধ নির্মাণের বিষয়ে দ্বিপক্ষীয় কোনো চুক্তি নেই। তারা বলছে পার্বত্য এলাকায় কেবল জলবিদ্যুত উৎপাদনের লক্ষ্যে বাধের ব্যবস্থা করা হয়েছে।
তবে তুরস্ক ইতিহাসে এই প্রথম পানি বণ্টন ইস্যুতে কমিটি গঠন এবং আলোচনা করতে রাজি হয়েছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, খুব শিগগিরই তুরস্কের একটি প্রতিনিধিদল নদীর পানি নিয়ে আলোচনা করতে ইরান সফর করবে।।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে


