হাঙ্গেরির জন্য সমাধান বের করেত পারে নি ইইউ’
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করলে তার দেশের সম্ভাব্য যে ক্ষতি হবে তা পুষিয়ে দেয়ার কোনো পথ বের করতে পারে নি ইউরোপীয় ইউনিয়ন।
ইউেক্রনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে মস্কোর বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন দেশগুলো যে ব্যাপকমাত্রায় শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তার অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়ন রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চায়। এ সম্পর্কে সিজার্তো বলেন, “সমাধানের জন্য ব্রাসেলসের পক্ষ থেকে কোনো প্রস্তাব নেই। ফলে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তা হবে তার দেশের অর্থনীতির ওপর পরমাণু বোমা হামলার শামিল।”
গত সপ্তাহে ইউরোপীয় কমিশন প্রস্তাব করেছে যে, চলতি বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে হবে। কিন্তু হাঙ্গেরি এই প্রস্তাব নাকচ করেছে। দেশটি বলছে, রুশ তেলের ওপর তাদের ব্যাপকমাত্রায় নির্ভরশীলতা রয়েছে। সিজার্তো জানান, তার দেশের জাতীয় সংসদ সোমবার বলেছে, ইউরোপীয় কমিশনের এই নিষেধাজ্ঞা প্রস্তাব হাঙ্গেরির জন্য সমস্যা সৃষ্টি করবে। হাঙ্গেরির কর্মকর্তারা বারবার বলছেন, তাদের সমস্যা সমাধান না করে ইউরোপীয় ইউনিয়ন যদি রুশ তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তারা ওই প্রস্তাবে ভেটো দেবেন।
রাশিয়া থেকে হাঙ্গেরি যে তেল আমদানি করে তার শতকরা ৬৫ ভাগ পাইপলাইনের মধ্যদিয়ে সম্পন্ন হয়ে থাকে। এজন্য ইউরোপীয় ইউনিয়ন হাঙ্গেরি রাশিয়া থেকে ২০২৪ সাল পর্যন্ত তেল কেনার সুবিধা দিতে রাজি কিন্তু হাঙ্গেরি তাতে সম্মত নয়। একই কথা বলছে স্লোভাকিয়া। এ দুটি দেশই রাশিয়ার তেল ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে