নবেম্বরের আগেই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ
তিনি বলেন, পাকিস্তানের নতুন সেনা প্রধান নিয়োগ পাওয়ার আগেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেটা হবে নবেম্বর মাসে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি এই কথা বলেছেন বিবিসি উর্দু প্রোগ্রামের এক সাক্ষাৎকারে।
বিবিসি উর্দু প্রোগ্রামের উদ্ধৃতি দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তখন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার নয়, ততদিনে একটি নতুন সরকারও চলে আসার সম্ভাবনা রয়েছে।
বর্তমান সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি বছরের ২৯ নবেম্বর পর্যন্ত চাকরীতে থাকবেন। তার দ্বিতীয় দফা তিন বছরের মেয়াদ সেদিনই পূর্ণ হবে। তার চাকরী তিন বছর বাড়িয়েছিল ইমরান খানের সরকার।
ধারণা করা হয় আইএসআই প্রধান নির্বাচনের সময় জেনারেল বাজওয়ার সঙ্গে ইমরান খানের সম্পর্কের অবনতি হয়। এজন্য তিনি সেনা বাহিনীর সমর্থন হারান।