ফিনল্যান্ড-সুইডেন চাইলে অনুমোদন দিবে ন্যাটো মিত্ররা
তাতে ফিনল্যান্ড বা সুইডেনের সমষ্ঠিগত প্রতিরক্ষা ধারায় তেমন একটা লাভবান হবে না। কারণ ‘ন্যাটোর একদেশ আক্রান্ত হলে সবক’টি দেশ আক্রান্ত হয়েছে’ বলে যে ধারাটি রয়েছে, সেটি অনুমোদিত হবে ৩০ দেশের সম্মিলিত পার্লামেন্ট থেকে।
তবে ন্যাটো মিত্ররা আশা করছেন এ দুটি দেশ ন্যাটোভুক্ত হওয়ার জন্য আগামী দিনগুলোতে আবেদন করবে। তাদের সদস্যপদও দ্রুতই দেওয়া হবে। এ কথা বলেছেন অন্তত পাঁচজন কূটনীতিক। রাশিয়ার ইউক্রেন আক্রমণের কারণে গোটা ইউরোপই হুমকির মুখে পড়েছে।
দেশ দুটির সদস্যপদ যে এক বছর সময় লাগবে, সেই সময় ন্যাটো নর্ডিক অঞ্চলে সেনা সংখ্যা বাড়িয়ে মোতায়েন করবে। বাড়ানো হবে সামরিক মহড়া এবং বল্টিক সাগর এলাকায় নৌ টহলও বাড়ানো হবে। ফিনল্যান্ড ও সুইডেন অঞ্চলে পালাক্রমে মার্কিন ও ব্রিটিশ বাহিনী টহল দেবে।
নর্ডিক অঞ্চলের নরওয়ে, ডেনমার্ক এবং আরো তিনটি বল্টিক রাষ্ট্র ন্যাটোতে আগে থেকেই আছে।


