অতিরিক্ত ওষুধ সেবন করে ১ লাখ ৭ হাজার মার্কিনির মৃত্যু

এই প্রানহানিকে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের আরেকটি দুঃখজনক রেকর্ড হিসেবে দেখা হচ্ছে। গত বছর অর্থাৎ ২০২১ সালে বিপুল সংখ্যক এসব মানুষ প্রাণ হারান। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিষয়ক প্রধান সরকারি সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) স্থানীয় সময় বুধবার এই তথ্য জানিয়েছে। 

২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রাণহানির এ সংখ্যা ২০২০ সাল থেকে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত মারা যাওয়া ব্যক্তিদের ডেথ সার্টিফিকেট পর্যালোচনা করে প্রতিবেদনে তৈরি করে সিডিসি। ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ অ্যাবিউজের ডিরেক্টর ড. নোরা ভলকো প্রাণহানির ওই পরিসংখ্যানকে ‘সত্যিই বিস্ময়কর’ বলে আখ্যায়িত করেছেন।

সিডিসি পরিসংখ্যান প্রকাশের পর সরব হয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে মাত্রাতিরিক্ত ওষুধ সেবনে মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যাকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করা হয়েছে। 

news