আল-জাজিরার সাংবাদিক হত্যা, আতঙ্কিত জাতিসংঘ মহাসচিব

কাতারভিত্তিক টিভি চ্যানেল আল-জাজিরা বলেছে, শিরীন আবু আকলেকে ‘ইচ্ছাকৃতভাবে’ এবং ‘ঠাণ্ডা মাথায়’ জেনিনে ইসরায়েলি সেনারা হত্যা করেছে। তার প্রযোজকও এ সময় আহত হয়েছেন। বিবিসি, সিনহুয়া

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, গোলাগুলির মধ্যে তিনি ফিলিস্তিনিদের গুলিতে নিহত হয়েছে। কিন্তু ইসরায়েলের সেনা প্রধান বলেছেন, আসলে কি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পক্ষান্তরে আল-জাজিরার প্রযোজক সামৌদি বলেছেন, ‘দৃশ্যপটে কোনো ফিলিস্তিনি সেনা ছিল না। ইসরায়েলিদের করা গুলির প্রথমটি লাগে আমার গায়ে। দ্বিতীয়টি লাগে শিরীনের মাথায়।’

ফিলিস্তিনি প্রেসিডেন্ট পুরোপুরিভাবে ইসরায়েল সরকারকে দায়ি করে এ ঘটনাকে ‘হত্যা অপরাধ’ বলে বর্ণনা করেছেন। 

অন্যদিকে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক বুধবার এক বিবৃতিতে  বলেছেন, শিরীন আবু আকলে হত্যায় ‘আতঙ্ক’ প্রকাশ করেছেন মহাসচিব। এ ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করে দোষীদের শাস্তিও দাবি করেছেন তিনি।  

news