বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যু বেড়েছে
ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, শুক্রবার সকালে পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় আরও ৫ লাখ ৯২ হাজার ৯৫৪ জন আক্রান্ত এবং ১ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ৫১ কোটি ৯৬ লাখ ৪৩ হাজার ২৮২ জন এবং মৃত্যু হয়েছে মোট ৬২ লাখ ৮৪ হাজার ৩৮৪ জনের।
এ সময়ে জার্মানিতে আক্রান্ত ৮২ হাজার ৬৫২ জন এবং মৃত্যু হয়েছে ১৭৯ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২০৭ জন এবং আক্রান্ত ৮১ হাজার ৯০০ জন। ইতালিতে আক্রান্ত ৩৯ হাজার ৩১৭ জন এবং মৃত ১৩০ জন। রাশিয়ায় আক্রান্ত ৪ হাজার ৬৫ জন এবং মৃত্যু ১১১ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ১৪ হাজার ৪৫৮ জন এবং মৃত্যু ২৮৪ জন এবং ব্রাজিলে মৃত ১৩৬ জন এবং আক্রান্ত ২১ হাজার ৩৪৪ জন।


