শ্রীলঙ্কায় বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা
দেশটিতে সপ্তাহ ধরে সহিংস বিক্ষোভে নয় জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার পর প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে বৃহস্পতিবার বিরোধী রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন। তবে তার নিয়োগও সরকারবিরোধী বিক্ষোভ শান্ত করতে পারেনি। গোটাবায়া রাজাপাকসে ও তার সহযোগীদের দায়ী করে তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখার শুক্রবার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।
কলম্বোর মূল চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছেন হাজার হাজার মানুষ। এদেরই একজন চামালাগে শিবকুমার বলেন, আমাদের জনগণ ন্যায়বিচার পাওয়ার পর এই সংগ্রাম থামবে। যাকেই প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হোক না কেন, মানুষ স্বস্তি না পাওয়া পর্যন্ত এই সংগ্রাম থামাবে না।
বিক্ষোভকারীদের দাবি, শ্রীলঙ্কার সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের চূড়ান্ত দায়। সিডেন্টের। সুতারাং প্রেসিডেন্ট পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ চলবে


