বাশার আসাদের ইরান সফর কৌশলগত ও গুরুত্বপূর্ণ: আহমাদ খাতামি

তেহরানের জুমার নামাজের খতিব সিরিয়ার প্রেসিডেন্টের তেহরান সফরকে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন।

বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমদ খাতামি আজ তেহরানে অনুষ্ঠিত জুমার খুতবায় ওই মন্তব্য করেন। তিনি বাশার আসাদের তেহরান সফর এবং সর্বোচ্চ নেতার সঙ্গে তার বৈঠককে 'কৌশলগত' বলে উল্লেখ করে বলেন: এই সফর প্রতিরোধ ফ্রন্টকে আরও শক্তিশালী করবে। খতিব আরও বলেন: সিরিয়া ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামের অগ্রভাগে রয়েছে।

জনাব খাতামি সর্বোচ্চ নেতার সঙ্গে কাতারের আমির শেখ হামাদ বিন আলে-সানির সাক্ষাৎ এবং তার অর্থনৈতিক গুরুত্ব প্রসঙ্গে বলেছেন: অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে এই সফর গুরুত্বের দাবি রাখে। এই বৈঠকে সর্বোচ্চ নেতা বলেছেন: ইউদিবাদীরা যেখানেই পা রাখে সেখানেই ফেতনা-ফাসাদ শুরু হয়ে যায়।

খতিব আরও বলেন: পারস্য উপসাগরীয় দেশগুলোর উচিত শক্তিশালী ইরানের ওপর আস্থা রাখা। কেননা কেবল ইরানই তাদের বিপদ-আপদে সকল শক্তি নিয়ে এগিয়ে যাবে। আমেরিকা, ব্রিটেন কিংবা ইহুদিবাদী ইসরাইল মোটেই নির্ভরযোগ্য নয়।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একেখবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news