কানাডায় ভয়াবহ দাবানল, আঞ্চলিক রাজধানী ত্যাগের নির্দেশ বাসিন্দাদের 

উত্তরপশ্চিম অঞ্চলগুলোর রাজধানী ইয়োলোনাইফের বাসিন্দাদেরকে শুক্রবার দুপুরের মধ্যে নগরী থেকে চলে যেতে বলা হয়েছে। দাবানল নগরীর কাছে এগিয়ে আসার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

আঞ্চলিক সরকার নগরবাসীকে চলে যাওয়ার এ নির্দেশ দিয়েছেন। আর্কটিক সাউথের ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহরটির বাসিন্দার সংখ্যা ২০ হাজার।

কানাডায় এ যাবতকালের ভয়াবহ দাবানল সৃষ্টি হয়েছে। দেশটিতে এক হাজারেরও বেশি দাবানল এখনো জ্বলছে। এরমধ্যে কেবল উত্তরপশ্চিমা অঞ্চলগুলোতে রয়েছে ২৩০টি দাবানল।

ইয়োলোনাইফের মেয়র রেবেকা অল্টি বুধবার বলেছেন, দাবানল যেভাবে এগিয়ে আসছে তাতে  লোকজনকে সরিয়ে নিতে বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত সময় পাবে বলে কর্তৃপক্ষ মনে করছে। তিনি বলেন, নগরী তাৎক্ষণিভাবে বিপজ্জনক নয়। লোকেরা সড়ক বা বিমান পথে নিরাপদে চলে যাওয়ার সুযোগ পাবেন।

অঞ্চলটির আইনপরিষদ সদস্য রাইলন্ড জনসন জানান, এতোদিন স্বেচ্ছায় নগরীটি ছেড়ে চলে  যেতে বলা হয়েছিল, এখন শুক্রবার দুপুরের আগেই নগরী ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অঞ্চলটির পরিবেশমন্ত্রী শেন থমসন বলেন, দাবানল আরেকটি মারাত্মক মোড় নিয়েছে। ইয়োলোনাইফের পশ্চিমের দাবানলটি এখন বড় ধরনের হুমকি সৃষ্টি করেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি
 

news