ফের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা 

উত্তর কোরিয়া শনিবার সন্ধ্যায় কোরীয় উপদ্বীপের পূর্বে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া বলছে এই বছরে উত্তর কোরিয়ার এধরনের অস্ত্র পরীক্ষা ১২তম। সিএনএন

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ রবিবার এক বিবৃতিতে বলেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে উত্তর কোরিয়ার হামহুং এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। এগুলো ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) উচ্চতায় প্রায় ১১০ কিলোমিটার (প্রায় ৬৮.৩ মাইল) দূরত্ব অতিক্রম করে, যার সর্বোচ্চ গতি মাক ৪.০ বা তার কম ছিল।

রোববার, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে যে দেশটির নেতা কিম জং উন একটি ‘নতুন ধরণের কৌশলগত নির্দেশিত অস্ত্র’ পরীক্ষা দেখেছেন। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র রডং সিনমুন প্রকাশিত ছবিতে ক্ষেপণাস্ত্রগুলোর সফল নিক্ষেপে হাস্যোজ্জ্বল কিমকে হাততালি দিতে দেখা যায়। 

news