মধ্যপ্রাচ্য সংঘাত অবসানে দুই রাষ্ট্র সমাধানের বিরোধিতা করায় সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সমালোচনায় সরব হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেলসহ জোটভুক্ত একাধিক দেশের শীর্ষ কূটনীতিকেরা। বোরেল বলেন, গাজায় হামাসকে ধ্বংসের ইসরায়েলের পরিকল্পনা কাজ করছে না। সূত্র : এএফপি, রয়টার্স

ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের মাসিক বৈঠকের আগে সোমবার দুই রাষ্ট্র সমাধানের ওপর জোর দেন জোটের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান। তিনি বলেন, ‘শুধু সামরিক উপায়ে’ শান্তি অর্জন করতে পারবে না ইসরায়েল।

ইসরায়েল এবং ফিলিস্তিন ও গুরুত্বপূর্ণ আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা। গাজা যুদ্ধের পর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে নেতানিয়াহুর বিরোধিতাকে ‘অগ্রহণযোগ্য’ বলে জাতিসংঘের জানানো নিন্দার বিষয়টি পুনর্ব্যক্ত করেন বোরেল। তিনি বলেন, ‘আমরা যেটা করতে চাই, সেটা হলো দুই রাষ্ট্র সমাধানে পৌঁছানো।’

বোরেল আরও বলেন, ‘গাজায় হামাসকে ধ্বংস করার ইসরায়েলের পরিকল্পনা কাজ করছে না। ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও ইইউর অবশ্যই দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের প্রচেষ্টা এগিয়ে নেওয়া উচিত। আমরা যেটা করতে চাই, সেটা হলো দুই রাষ্ট্র সমাধানে পৌঁছানো।’

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক বলেন, ‘দুই রাষ্ট্র সমাধানই একমাত্র সমাধান। এমনকি যারা এ বিষয়ে জানতে চান না, এখন পর্যন্ত তারাও এর বিকল্প কিছু উপস্থাপন করতে পারেননি।’ এর আগে যুক্তরাজ্য ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরাও নেতানিয়াহুর অবস্থানের সমালোচনা করেন। 

news