নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কারাগার থেকে পালিয়েছে ১১৮ বন্দি
আল-জাজিরা জানায়, নাইজেরিয়ায় ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত কারাগার থেকে ওই বন্দিরা বন্দি পালিয়ে গেছে। বুধবার রাতে নাইজেরিয়ার রাজধানীর কাছে সুলেজা কারাগারে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মুখপাত্র আদামু দুজা বলেন, কয়েক ঘণ্টা ধরে চলা বৃষ্টিতে কারাগারের বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশের মধ্যে ঘেরের প্রাচীর ও আশপাশের ভবনও রয়েছে। আর সেই সুযোগেই কারাগারে বন্দি অন্তত ১১৮ জন আসামি পালিয়ে যান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


