পাকিস্তানও হাতে চুড়ি পরে বসে নেই, তাদের  পরমাণু বোমা আছে: ফারুক আবদুল্লা 

এপ্রিলে পশ্চিম বঙ্গের দার্জিলিঙে বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে জনসভা করতে এসে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছিলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদেরই আছে আর ভবিষ্যতেও থাকবে।’ 

রোববার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের মন্তব্যের জবাব দিতে গিয়ে ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর প্রধান ফারুক আবদুল্লা বলেছেন, “প্রতিরক্ষামন্ত্রী যদি এটা বলে থাকেন, তবে এগোতেই পারেন। কে তাঁকে বাধা দিয়েছে? কিন্তু মাথায় রাখতে হবে পাকিস্তানও হাতে চুড়ি পরে বসে নেই। তাদের কাছে পারমাণবিক বোমা আছে এবং দুর্ভাগ্যজনক ভাবে সেটা আমাদের উপরেই এসে পড়বে।” 

অধিকৃত জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওই মন্তব্য নিয়ে বিজেপির দাবি, সরাসরি পাকিস্তানের সমর্থনে কথা বলেছেন এনসি-র প্রধান ফারুক আবদুল্লা । 

ফারুক আবদুল্লা’র ন্যাশনাল কনফারেন্সের (এনসি) কেউ কেউ অবশ্য তাঁর বক্তব্যের ব্যাখ্যা করে দাবি করছেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে লড়াই শুরু হলে তার পরিণতি যে ভয়ঙ্কর হতে পারে, সে কথাই বোঝাতে চেয়েছেন ফারুক। তার পরেও অবশ্য বিতর্ক থামছে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news