নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাইডেনের ওপর প্রচণ্ড চাপ, সরবেন না জো

নিউ ইয়র্ক টাইমস সম্পাদকীয় বোর্ড প্রেসিডেন্ট জো বাইডেনের সিএনএন প্রেসিডেন্সিয়াল ইলেকশন ডিবেটে মোটেই সন্তষ্ট নয়। তাই বোর্ড সোজাসুজি জো বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের পারফরম্যান্স ছিল নড়বড়ে। 

নিউ ইয়র্ক টাইমস সম্পাদকীয় বোর্ড বাইডেনকে ২০২০ সালে ডেমোক্রেটিক  প্রাইমারিতে সমর্থন করেনি।

দিকে বিতর্কের পর উল্লসিত অবস্থায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্জিনিয়ায় একটি প্রচার সমাবেশে, ‘আমরা এমন একজন ব্যক্তির বিরুদ্ধে একটি বড় জয় পেয়েছি যে সত্যিই আমাদের দেশকে ধ্বংস করতে চাইছে।’

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে, ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গা মামলায় বাধার অভিযোগ সীমিত করা হবে। 

ওদিকে বাইডেনের উপদেষ্টারা তার নড়বড়ে বিতর্কের পারফরম্যান্সের পরে কিছুটা দুশ্চিন্তায় ভুগছেন যে নির্বাচনী তহবিল সংগ্রহে ঘাটতি পড়ে কী না। তারা দাতাদের মধ্যে উদ্বেগ কমানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করছেন। 

প্রেসিডেন্ট বাইডেন এখন নিউইয়র্ক সিটিতে এলজিবিটিকিউপ্লাস সমর্থকদের সাথে একটি তহবিল সংগ্রহে যোগ দিচ্ছেন। এই ইভেন্টটি ৩ মিলিয়ন ডলারেরও বেশি আনতে পারে বলে আশা করা হচ্ছে। ইভেন্টটিতে টিকিটের মূল্য ধরা হয়েছে ২৫০ থেকে ৫ লাখ ডলার।   সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news