বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট সুবিধা চায় ভারতের মেঘালয় সরকার, যাতে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ আরও সহজ হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জানিয়েছেন, হিলি–মাহেন্দ্রগঞ্জ আন্তঃজাতীয় অর্থনৈতিক করিডোর গড়ে তুললে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পশ্চিমবঙ্গের হিলি ও মেঘালয়ের মাহেন্দ্রগঞ্জের সংযোগস্থল ব্যবহার করে সরাসরি কলকাতার সঙ্গে মেঘালয়ের যোগাযোগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই প্রস্তাবিত ১০০ কিলোমিটার রুট চালু হলে কলকাতা থেকে মেঘালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান—তুরা, বাগমারা, ডালু এবং ডাউকিতে ভ্রমণ সময় ও খরচ ২৫-৬০ শতাংশ পর্যন্ত কমবে। ভারতের জাতীয় সড়ক ও অবকাঠামো উন্নয়ন করপোরেশন (এনএইচআইডিসিএল) ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে এই রুটের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র শেয়ার করেছে।
কনরাড সাংমার মতে, যদি এই করিডোর বাস্তবায়ন হয়, তাহলে শুধু মেঘালয় নয়, বরাক উপত্যকা এবং ত্রিপুরার মতো অঞ্চলেরও কলকাতার সঙ্গে দূরত্ব ৬০০-৭০০ কিলোমিটার কমে যাবে। এর ফলে বাণিজ্য ও পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হবে।
তবে এই প্রকল্পের বাস্তবায়ন বাংলাদেশ সরকারের সম্মতির ওপর নির্ভর করছে। কনরাড সাংমা জানান, আগের সরকার ক্ষমতায় থাকাকালীন দিল্লি ও ঢাকা এই বিষয়ে আলোচনা করেছিল। এখন মেঘালয় সরকার আবার বিষয়টি সামনে আনতে চায়, যাতে দ্রুতই করিডোর বাস্তবায়ন সম্ভব হয়।


