রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ডোবরোপিলিয়া ও খারকিভে অন্তত ১৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৩০ জনেরও বেশি। শনিবার (৮ মার্চ) ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতদের মধ্যে শিশুদের সংখ্যাও রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রুশ বাহিনী একাধিক রকেট, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ডোবরোপিলিয়ায় হামলা চালায়। এতে বহু ভবন ও যানবাহন ধ্বংস হয়। হামলার সময় অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছিল, তখনই রুশ বাহিনী ফের আঘাত হানে, যার ফলে একটি অগ্নিনির্বাপক ট্রাকও ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, খারকিভে পৃথক ড্রোন হামলায় আরও তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে বলে জানায় ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য মতে, রাশিয়া রাতভর খারকিভ অঞ্চলে দুটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, একটি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে। তবে ইউক্রেনের বিমান বাহিনী একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৭৯টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, "রাশিয়ার উদ্দেশ্য পরিষ্কার— তারা ধ্বংসযজ্ঞ চালিয়ে যেতে চায়। আমাদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা দরকার, পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন।"

এদিকে, মার্কিন গোয়েন্দা সহায়তা স্থগিত হওয়ার পর রাশিয়া ইউক্রেনের জ্বালানি ও গ্যাস অবকাঠামোয় আঘাত হেনেছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা সহায়তা কমে গেলে ইউক্রেনের জন্য প্রতিরোধ গড়ে তোলা আরও কঠিন হয়ে পড়বে, যা যুদ্ধের গতি প্রকৃতি বদলে দিতে পারে।

news