ভারতের কর্ণাটকের পর্যটন শহর হাম্পিতে ভয়াবহ হামলার শিকার হয়েছেন ২৭ বছর বয়সি এক ইসরায়েলি নারী পর্যটক ও তার স্থানীয় ট্যুর গাইড। হামলাকারীদের হাতে নিহত হয়েছেন তাদের এক সঙ্গীও।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে সানাপুর হ্রদের কাছে এ ঘটনা ঘটে। ভারতীয় পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি পর্যটকদের কাছে পেট্রোল কেনার জন্য ১০০ টাকা দাবি করে। তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা মারধর শুরু করে এবং তিন পুরুষ পর্যটককে হ্রদে ফেলে দেয়। এরপর দুই নারী পর্যটককে গণধর্ষণ করে দুর্বৃত্তরা।
কোপ্পালের পুলিশ সুপার রাম এল আরাসিদ্দি জানান, ভুক্তভোগীদের মধ্যে একজন ইসরায়েলি, অন্যজন স্থানীয় ট্যুর গাইড। নিহত ব্যক্তি ভারতের ওড়িশা রাজ্যের বাসিন্দা। এ ঘটনায় দুই অভিযুক্ত মল্লেশ ও সাই চেতনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, হামলার সময় পাঁচ পর্যটক স্কুটারে করে তুঙ্গভদ্রা নদীর পাশে গিটার বাজিয়ে সময় কাটাচ্ছিলেন। ঠিক তখনই হামলাকারীরা তাদের ঘিরে ফেলে। নারীদের ধর্ষণের পর তাদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
পুলিশের তথ্য অনুযায়ী, হ্রদে ফেলে দেওয়া তিন পুরুষের মধ্যে একজন মার্কিন নাগরিক ও একজন মহারাষ্ট্রের বাসিন্দা নিরাপদে পালিয়ে যেতে সক্ষম হন। তবে ওড়িশার বাসিন্দাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এ ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, "হাম্পিতে ইসরায়েলি ও স্থানীয় নারীর ওপর হামলার ঘটনা জঘন্য। পুলিশকে দ্রুত অপরাধীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নিতে বলেছি।"


