ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় নতুন করে সহিংস বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার (৮ মার্চ) নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম লালগৌথাং সিংসিত (৩০)। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে তিনি হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পুলিশ জানায়, গামগিফাই, মোটবাং ও কিথেলমানবিতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের সময় কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করা হয়, যাতে বহু মানুষ আহত হন। আহতদের স্থানীয় হাসপাতাল ও জনস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সিয়াসাত ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মণিপুরজুড়ে অবাধ চলাচলের নির্দেশের প্রতিবাদে কুকি অধ্যুষিত এলাকায় এই বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছোড়ে, যার ফলে সংঘর্ষের মাত্রা আরও বেড়ে যায়।
বিক্ষোভকারীরা ব্যক্তিগত যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং ইম্ফল থেকে সেনাপতি যাওয়ার পথে একটি সরকারি পরিবহন বাস থামানোর চেষ্টা করে। পাশাপাশি, জাতীয় সড়ক-২ (ইম্ফল-ডিমাপুর মহাসড়ক) অবরোধ করে এবং সরকারি যানবাহন চলাচলে বাধা দিতে টায়ার জ্বালায়।
এ বিক্ষোভের মূল কারণ ছিল মেইতেই সংগঠন ‘ফেডারেশন অফ সিভিল সোসাইটি’র একটি শান্তি পদযাত্রার বিরোধিতা। ১০টিরও বেশি গাড়ি নিয়ে পদযাত্রাটি কাংপোকপিতে প্রবেশের আগেই সেকমাই এলাকায় নিরাপত্তা বাহিনী সেটি থামিয়ে দেয়। পুলিশ দাবি করেছে, তাদের অনুমতি ছাড়াই পদযাত্রা আয়োজন করা হয়েছিল, যার কারণে সেটি বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় মণিপুরের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে এবং যে কোনো সময় নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


