বাংলাদেশে আসন্ন নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর জোর দিয়েছে ভারত। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লি চায় বাংলাদেশে সব দলের অংশগ্রহণ নিশ্চিত হোক এবং নির্বাচন হোক স্বচ্ছ ও গ্রহণযোগ্য।  

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, **"বাংলাদেশের নির্বাচন হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে।"**  

গত আগস্টে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এখনও নির্বাচন আয়োজনের জন্য নির্দিষ্ট রোডম্যাপ দেয়নি, যা আরও অনিশ্চয়তা তৈরি করেছে। একইসঙ্গে দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অর্থনৈতিক সংকট গভীর হয়েছে বলে উল্লেখ করেছে টেলিগ্রাফ।  

প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করায় আওয়ামী লীগের অনেক নেতা ও সমর্থকদের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে। এ নিয়ে বুদ্ধিজীবীদের একাংশ মনে করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন।  

ঢাকা-দিল্লির সম্পর্কের প্রসঙ্গে ভারতের অবস্থান স্পষ্ট করে রণধীর জয়সওয়াল বলেন, **"হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।"** একইসঙ্গে রাজনৈতিক সহিংসতার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানায় ভারত।  

এদিকে, ভারতের কলকাতায় অনুষ্ঠিত গঙ্গা পানি চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে জলসম্পদ নিয়ে আলোচনা হয়। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এসব দ্বিপাক্ষিক আলোচনার ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছে।

news