বিশ্ব রাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন—ইরানকে আঘাত করা হলে কঠোর জবাব দেওয়া হবে। একইসঙ্গে তিনি মার্কিন প্রশাসনকে বিশ্ববাসীকে ধোঁকা দেওয়ার অভিযোগ তুলেছেন।
এক বিশাল ছাত্র-সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে খামেনেয়ী বলেন, পশ্চিমা বিশ্ব ও বিশেষ করে যুক্তরাষ্ট্র সব সময় ইসলামী বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তারা নিজেদের স্বার্থকেই সবার আগে রাখে এবং গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায়। তবে ইরান কখনো তাদের এই অন্যায় আধিপত্য মেনে নেবে না।
তিনি আরও বলেন, ‘গত বছর আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিপ্লবী নেতা আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু এর মানে এই নয় যে আমরা দুর্বল হয়ে পড়েছি। বরং আমরা আরও শক্তিশালী হয়েছি এবং প্রতিরোধ আন্দোলন আগের চেয়ে আরও সুসংহত হয়েছে।’
ফিলিস্তিন ও লেবাননের প্রসঙ্গ টেনে খামেনেয়ী বলেন, শত্রুরা আশা করেছিল যে প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে হয়েছে ঠিক তার উল্টো। ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলো আগের চেয়ে আরও শক্তিশালী এবং ইরান তাদের সর্বাত্মক সমর্থন দিয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা বহুবার তাদের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু তারা প্রতিবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এখন তারা আবার আলোচনা চাচ্ছে, কিন্তু কীসের ভিত্তিতে? যে দেশ প্রতিশ্রুতি রক্ষা করে না, তাদের সঙ্গে আলোচনার কোনো মানে নেই।’
মার্কিন সামরিক হুমকির জবাবে খামেনেয়ী বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের আক্রমণ করে, তাহলে তার কঠোর প্রতিশোধ নিতে আমরা প্রস্তুত। কেউ যেন ভুল পদক্ষেপ না নেয়, কারণ তার ফল তাদের নিজেদের জন্যই ভয়াবহ হবে।’


