বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাকের ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পাকিস্তান, ভারত ও আফগানিস্তান। কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসে হামলার পর পাকিস্তান দাবি করেছে, এ ঘটনায় ভারতের হাত রয়েছে এবং হামলাকারীদের সঙ্গে আফগানিস্তানেরও যোগসূত্র আছে। তবে ভারত ও আফগানিস্তান এ অভিযোগ উড়িয়ে দিয়ে বিষয়টিকে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট বলছে।

গত মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকায় ৪০০ যাত্রী নিয়ে চলা জাফর এক্সপ্রেসে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। এতে শতাধিক পাকিস্তানি সেনাও ছিলেন। হামলাকারীরা ট্রেনটি হাইজ্যাক করে এবং যাত্রীদের জিম্মি নেয়। পাকিস্তানি নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযানে নামে এবং দীর্ঘ দুদিন ধরে চলে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। অভিযানে ৩৩ হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সরকার।

এ ঘটনার দায় স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। তারা জানিয়েছে, বেলুচিস্তানের রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে এই হামলা চালানো হয়েছে। এর আগেও তারা সেনা ছাউনি, রেলস্টেশন ও ট্রেনে হামলা চালিয়েছে, তবে ট্রেন হাইজ্যাকের ঘটনা এই প্রথম।

এদিকে, পাকিস্তান এ ঘটনার জন্য ভারত ও আফগানিস্তানকে দায়ী করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফাকত আলি খান বলেছেন, হামলাকারীদের সঙ্গে আফগানিস্তানে থাকা তাদের নেতাদের যোগাযোগ ছিল। তবে ভারত এ অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে পাকিস্তানকেই সন্ত্রাসের কেন্দ্রস্থল বলে আখ্যা দিয়েছে। একইভাবে আফগানিস্তানও পাকিস্তানকে নিজেদের নিরাপত্তা সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা এখন আঞ্চলিক উত্তেজনার কারণ হয়ে উঠেছে এবং পাকিস্তান হয়তো রাজনৈতিক স্বার্থে অন্য দেশকে দায়ী করে নিজেদের নিরাপত্তা ব্যর্থতা আড়াল করতে চাইছে।

news