গুজরাটের পালতি এলাকায় একটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ফ্ল্যাটে অভিযান চালিয়ে গোয়েন্দারা উদ্ধার করেছেন ৯৫ কেজি সোনা ও ৯০ কোটি টাকা! এই বিপুল সম্পদ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফ্ল্যাটের দরজা খুলতেই অবাক গোয়েন্দারা!

গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সূত্রে খবর পায় যে একটি পরিত্যক্ত ফ্ল্যাটে লুকিয়ে রাখা হয়েছে বিপুল সম্পদ। এরপরই সোমবার (১৭ মার্চ) অভিযান চালিয়ে গোয়েন্দারা ভেতরে প্রবেশ করেন। দরজা খুলতেই স্টিলের বড় বাক্সে স্তূপ করে রাখা সোনার বার দেখতে পান তারা। একসঙ্গে ৮-১০টি বার রাবার দিয়ে বেঁধে রাখা হয়েছিল, যা দেখতে বিস্কুটের মতো।

সোনার পরই আলমারির দরজা খুলতেই বেরিয়ে আসে বান্ডিল বান্ডিল টাকা! টাকার পরিমাণ এত বেশি ছিল যে গুনতে ব্যাংকের বিশেষ মেশিন আনতে হয়!
ফ্ল্যাটের মালিক পলাতক, তদন্ত শুরু!

ভারতীয় গোয়েন্দা সংস্থা এটিএস (সন্ত্রাস দমন শাখা) ও ডিআরআই (রাজস্ব গোয়েন্দা সংস্থা) এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ফ্ল্যাটের মালিক মেঘ শাহ ও তার বাবা মহেন্দ্র শাহ, যারা ঘটনার পর থেকেই পলাতক। পুলিশের ধারণা, তারা কোনো বড় চোরাচালান চক্রের সঙ্গে জড়িত।
এটাই প্রথম নয়!

গুজরাটে অবৈধ সম্পদের খোঁজে এর আগেও অভিযান চালানো হয়েছে। ২০২০ সালে আহমেদাবাদে ১০০ কেজি সোনা এবং সুরাতের এক ফ্ল্যাট থেকে ১০ কোটি টাকা উদ্ধার করেছিল পুলিশ।

এই ঘটনায় তদন্ত চলছে এবং ফরেনসিক টিম উদ্ধার করা অর্থ ও সোনার উৎস খুঁজে বের করতে কাজ করছে।

news