মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ও বৈদেশিক নীতির বিরুদ্ধে ইউরোপজুড়ে ক্রেতারা ক্ষুব্ধ। প্রতিবাদস্বরূপ কোকাকোলা, কোলগেট, টেসলা থেকে শুরু করে প্রায় সব মার্কিন পণ্য বর্জনের ডাক উঠেছে।
যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার পর গুগল ট্রেন্ডসে ‘বয়কট ইউএসএ’ ও ‘বয়কট আমেরিকা’ শব্দগুলোর সার্চ বেড়েছে। বিশেষ করে ডেনমার্ক, কানাডা ও ফ্রান্সের ক্রেতারা এতে সবচেয়ে বেশি সক্রিয়।
ডেনমার্কের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইভান হ্যানসেন জানিয়েছেন, তিনি আর কোনো মার্কিন পণ্য কেনেন না। অতীতে তিনি কোকাকোলা ও ক্যালিফোর্নিয়ার ওয়াইনের নিয়মিত ক্রেতা ছিলেন, কিন্তু এখন সেগুলো এড়িয়ে চলছেন।
ফ্রান্সেও এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ছে। ফরাসি উদ্যোক্তা রোমান রোয় তার সৌর প্যানেল কোম্পানির জন্য প্রতি বছর টেসলা গাড়ি কিনতেন। কিন্তু এবার তিনি ১৫টি টেসলা গাড়ির অর্ডার বাতিল করেছেন এবং ইউরোপীয় ব্র্যান্ডের গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছেন, যদিও এতে অতিরিক্ত খরচ হবে।
এদিকে, ‘বয়কট ইউএসএ, বাই ইউরোপিয়ান’ নামে একটি অনলাইন গ্রুপ মাত্র দুই সপ্তাহের মধ্যে ২০ হাজার সদস্য পেয়েছে। অনেকেই পেপসি, নেটফ্লিক্স, ওরিওসের মতো মার্কিন ব্র্যান্ড পরিহার করছেন।
ক্রেতাদের মতে, অর্থনৈতিক চাপ প্রয়োগ করাই ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে প্রতিবাদের সবচেয়ে কার্যকর উপায়। ফলে ইউরোপজুড়ে মার্কিন পণ্যের বিক্রি আশঙ্কাজনক হারে কমছে!


