ইতালির উত্তরের ট্রেনটিনো প্রদেশে পরিত্যক্ত বাড়ি কিনলেই মিলবে বিশাল অঙ্কের অনুদান! শুধু থাকতে হবে ১০ বছর— তাহলেই এক লাখ ইউরো (প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা) পেয়ে যাবেন যে কেউ, এমনকি বিদেশিরাও!
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ট্রেনটিনো
ডলোমাইট আল্পসের পাদদেশে অবস্থিত ট্রেনটিনো প্রদেশ ইতালির অন্যতম সুন্দর স্থান। এখানকার প্রতিটি ঘর থেকেই দেখা যায় মনোরম স্কি রিসোর্ট, আঙুরের খেত ও থার্মাল স্প্রিং। তবে জনসংখ্যা দ্রুত কমে যাওয়ায় বহু পরিত্যক্ত বাড়ি নতুন বাসিন্দাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
অর্থ সহায়তা কীভাবে পাওয়া যাবে?
ট্রেনটিনোতে একটি বাড়ি কিনলে ২০ হাজার ইউরো নগদ অর্থ পাবেন। এছাড়া বাড়ি সংস্কারের জন্য মিলবে আরও ৮৮ হাজার ইউরো। তবে শর্ত একটাই— আবেদনকারীকে অন্তত ১০ বছর সেখানে থাকতে হবে। অন্যথায় অনুদানের অর্থ ফেরত দিতে হবে।
জনসংখ্যা বাড়াতে ইতালির নতুন উদ্যোগ
দেশটির ৩৩টি শহরে এই প্রকল্প চালু হতে যাচ্ছে, যা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইতালির গ্রামাঞ্চলে ক্রমেই যুবকরা চাকরির খোঁজে শহরে চলে যাচ্ছে, ফলে জনসংখ্যা কমছে। সরকার ইতোমধ্যে ৩ কোটি ইউরোর তহবিল গঠন করেছে এবং যেসব এলাকায় জনসংখ্যা ৫ হাজারের কম, সেগুলোতে অনুদান দেওয়া হবে।
কেন এই সুযোগ লুফে নেবেন?
ইতালির স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ
পরিত্যক্ত বাড়ি কিনে সহজেই সম্পত্তির মালিকানা
চমৎকার প্রাকৃতিক পরিবেশে বসবাস
অর্থনৈতিক সহায়তা
ট্রেনটোর প্রেসিডেন্ট মাওরিজিও ফুগাতি বলেন,
"আমাদের লক্ষ্য হলো পরিত্যক্ত সম্প্রদায়গুলোকে পুনরুজ্জীবিত করা এবং আঞ্চলিক সংহতি বৃদ্ধি করা।"
এবার কি তাহলে ইতালির পাহাড়ি গ্রামে নতুন জীবন শুরু করবেন?


