ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় হামাসের অন্যতম শীর্ষ নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন। এই হামলায় তার স্ত্রীও প্রাণ হারিয়েছেন।
ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা
রবিবার (২৩ মার্চ) গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি বিমান হামলায় তাঁবুর ভেতরই নিহত হন সালাহ আল-বারদাউইল ও তার স্ত্রী। কুদস নিউজ নেটওয়ার্কের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে খান ইউনিসের একটি বাড়িতে চালানো ইসরায়েলি হামলায় আরও চারজন নিহত হন। আল জাজিরা জানাচ্ছে, ইসরায়েল গত কয়েক ঘণ্টায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ব্যাপক ও বর্বর বিমান হামলা চালিয়েছে।
গাজার পরিস্থিতি ক্রমেই ভয়াবহ
গাজার পশ্চিমাঞ্চলের আল-মাওয়াসি এলাকায় ইসরায়েলের চালানো হামলাতেই হামাসের এই রাজনৈতিক নেতা নিহত হন। আল জাজিরার রিপোর্টার তারেক আবু আযম জানিয়েছেন, গাজায় ভয়াবহ সংকট চলছে, শহরের বিভিন্ন স্থানে ইসরায়েলি ড্রোনের গর্জন শোনা যাচ্ছে।
ইসরায়েলি আগ্রাসনে বাড়ছে উত্তেজনা
ইসরায়েল সম্প্রতি একতরফাভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হাসপাতাল, স্কুল ও মসজিদের মতো জনবহুল এলাকায় হামলা শুরু করেছে। এতে গাজায় সংঘর্ষ আরও তীব্র হয়েছে।
যদিও ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণে রাফাহ ও উত্তরের বেইত হানুনে প্রবেশ করেছে এবং নেটজারিম করিডোরের কিছু অংশ নিয়ন্ত্রণে নিয়েছে, তবু হামাস যোদ্ধাদের সঙ্গে এখনো সরাসরি সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে গাজার পরিস্থিতি যে প্রতিনিয়ত আরও ভয়াবহ হয়ে উঠছে, তা স্পষ্ট।


