ইউরোপীয় ইউনিয়ন এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনার জন্য প্রস্তুত, তবে প্রয়োজন হলে কাউন্টার মেজারও নেবে—এমনই স্পষ্ট বার্তা দিলেন ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন। গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন ইইউ পণ্যে ২০% শুল্ক ঘোষণা করায় উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি।

সাংবাদিকদের সাথে আলোচনায় ভন ডার লেয়েন বলেন, "আমরা আলোচনার টেবিলে বসতে চাই, কিন্তু অন্যায্য শুল্কের বিরুদ্ধে আমাদের হাতও শক্তিশালী।" তিনি ইঙ্গিত দেন, ইইউ মার্কিন পণ্যে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করতে পারে যদি যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসে।

একইসঙ্গে, নন-ইইউ সদস্য নরওয়ে নিয়ে বিভ্রান্তি দূর করে তিনি বলেন, "নরওয়ে ইইউর সিঙ্গেল মার্কেটের অংশ এবং সেভাবেই থাকবে।" তাঁর এই মন্তব্যে নরওয়ের বাণিজ্যিক অবস্থান নিয়ে জল্পনা কিছুটা থিতিয়ে এল।

এখন প্রশ্ন হলো—ট্রাম্প কি শুল্ক কমানোর জন্য ইইউর প্রস্তাবে সাড়া দেবেন? নাকি বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হবে? বিশ্ববাণিজ্যের গতি নির্ভর করছে এই আলোচনার ফলাফলের উপর!

#ইইউ #মার্কিনশুল্ক #বাণিজ্যযুদ্ধ #ভনডারলেয়েন #ট্রাম্প

news