আমেরিকায় মাহমুদ খলিলের ডিপোর্টেশন মামলার বিচারক সরকারের কাছে প্রমাণ চেয়েছিলেন যে, খলিলের উপস্থিতি আসলেই যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির জন্য হুমকি কি না। কিন্তু স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর দপ্তর থেকে জমা দেওয়া হলো মাত্র দুই পাতার একটি মেমো! তাতে বলা হয়েছে, খলিলের কাজগুলো হয়তো আইনগতভাবে সঠিক মনে হতে পারে, কিন্তু রুবিও ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে তার উপস্থিতি আমেরিকার বৈদেশিক নীতির জন্য ক্ষতিকর। অর্থাৎ, বিচারক যেন শুধু রুবিওর কথাই বিশ্বাস করেন!

আর আজ, বিচারক ঠিকই রুবিওর কথায় সিলমোহর দিলেন! খলিলের পক্ষের আইনজীবীদের কোনো যুক্তিই গ্রহণ করা হলো না। এখন এই প্রক্রিয়া এপ্রিলের শেষে ডিপোর্টেশন কোর্টে আরও শুনানির জন্য এগোবে।

এরই মধ্যে নিউ জার্সিতে চলছে খলিলের আটকের সাংবিধানিক বৈধতা নিয়ে ফেডারেল আদালতের লড়াই। সেখানে মূলত সংবিধান নিয়ে আলোচনা হবে। কিন্তু এখানের আইনি প্রক্রিয়া দেখে মনে হচ্ছে, এটা শুধু মার্কো রুবিও ও ট্রাম্প প্রশাসনের ইচ্ছাকে বৈধতা দেওয়ার একটা রাবার স্ট্যাম্প ছাড়া কিছুই নয়!



#মাহমুদখলিল #ডিপোর্টেশনকেস #মার্কোরুবিও #আমেরিকানইমিগ্রেশন #বিচারকেসিলমোহর

news