মারিউপোল থেকে জোরপূর্বক ১৫০ শিশুকে সরিয়ে নিয়েছে রাশিয়া: ইউক্রেনের অভিযোগ

ক্রিমিয়ান হিউম্যান রাইটস গ্রুপ জানায়, জোরপূর্বক সরিয়ে নেওয়া ১৫০ শিশুর মধ্যে ১০০ জন শিশু অসুস্থ এবং আহত ছিলো। হাসপাতাল থেকে তাদেরকে অধিকৃত দোনেস্ক এবং রাশিয়ান শহর তাগানরোগের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আল জাজিরা

মারিউপোলের মেয়রের উপদেষ্টা পেট্রো আন্দ্রিউশচেঙ্কো বলেছেন, অপহৃত শিশুরা এতিম নয়, ওই শিশুদের তাদের বাবা-মাকে না জানিয়েই হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে।

ইউক্রেনের মানবাধিকার ন্যায়পাল বলেন, আগ্রাশন শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেন থেকে ১ লাখ ২০ হাজারেও বেশি শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে

news