দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেতা লি জে-মিয়ং বিপুল ভোটে জয়ী হয়েছেন বলে দেশটির প্রধান টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে। প্রায় ৬০ শতাংশ ভোট গণনার পরই চারটি শীর্ষ টিভি চ্যানেল তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে।

এই নির্বাচন ছিল দক্ষিণ কোরিয়ার জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ মাত্র কয়েক মাস আগেই সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল সামরিক আইন জারির চেষ্টা করেছিলেন, যার ফলে তাকে অভিসংশনের মুখোমুখি হতে হয় এবং পরে তাকে গ্রেফতার করা হয়।

ইউন সুক ইওলের বিরুদ্ধে বর্তমানে রাষ্ট্রদ্রোহ ও সামরিক শাসনের ষড়যন্ত্রের অভিযোগে মামলা চলছে। প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল অত্যন্ত উৎসাহজনক। প্রায় ৭৯.৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা ১৯৯৭ সালের পর সর্বোচ্চ।

ভোট গণনার মধ্যবর্তী পর্যায়ে দেখা যায়, লি জে-মিয়ং পেয়েছেন ৪৮.৮ শতাংশ ভোট, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কিম মুন-সু পান ৪২.৮ শতাংশ। বুথফেরত ভোটারদের জনমত জরিপেও লি এগিয়ে ছিলেন।

লি জে-মিয়ংয়ের এই জয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একটি নতুন অধ্যায়ের সূচনা করল। তিনি একদিকে যেমন দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা কাটাতে চান, অন্যদিকে তিনি সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক পুনর্গঠন এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন।

এই নির্বাচনের ফলাফল দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে জনগণ স্বচ্ছতা ও জবাবদিহিমূলক নেতৃত্বকেই বেছে নিয়েছে।


 

news