বিয়ের মাত্র ৪৫ দিনের মাথায় নিজের স্বামীকে খুন করিয়েছেন বিহারের এক নববধূ—এমন একটি ঘটনায় স্তম্ভিত ভারতজুড়ে মানুষ। অভিযুক্ত গুনজা দেবী প্রেম করতেন নিজের চাচা জীবন সিংহের সঙ্গে। পরিবারের বাধার কারণে চাচাকে বিয়ে করতে না পেরে বাধ্য হয়ে প্রিয়াংশুর সঙ্গে বিয়ে করেন তিনি। কিন্তু সেই সম্পর্কের প্রতিশোধ নিতে এবং চাচার সঙ্গে সম্পর্কে ফিরতে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে হত্যা করেন তিনি।
ঘটনাটি ঘটেছে বিহারের আওরঙ্গাবাদ জেলার নবীনগর থানা এলাকায়। পুলিশ জানায়, নিহত প্রিয়াংশু (২৫) গত ২৫ জুন ট্রেনে বোনের বাড়ি থেকে ফিরছিলেন। নবীনগর স্টেশনে পৌঁছেই স্ত্রীর সঙ্গে কথা বলে বাড়ি ফিরতে একজনকে পাঠাতে বলেন। এরপর স্টেশন থেকে বাইকে বাড়ি ফেরার সময় দুই অজ্ঞাত ব্যক্তি তাকে গুলি করে হত্যা করে।
হত্যাকাণ্ডের পর গুনজা দেবীর পালানোর চেষ্টা পরিবারের সন্দেহ বাড়িয়ে তোলে। পুলিশ মোবাইল কল রেকর্ড বিশ্লেষণ করে দেখে, গুনজার সঙ্গে তার ৫৫ বছর বয়সী চাচা জীবন সিংহের নিয়মিত যোগাযোগ ছিল এবং জীবনও ভাড়াটে খুনিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছিলেন।
এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গুনজা দেবী ও দুই ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে চাচা জীবন সিংহ এখনো পলাতক। তাকে ধরতে অভিযান চলছে এবং বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
এ ঘটনা ভারতের আলোচিত ‘মেঘালয় হানিমুন হত্যা’-র স্মৃতি ফিরিয়ে এনেছে। সেখানেও স্ত্রী তার প্রেমিক ও ভাড়াটে খুনিদের সহায়তায় স্বামীকে হত্যা করে। এমন ভয়ঙ্কর পারিবারিক ষড়যন্ত্রে বিহারজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।


