কাবুলের একটি স্কুলে পরপর ৩টি বিস্ফোরণ, নিহত ৬
মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কুলে এ বিস্ফোরণের ঘটনায় নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও ১৪ জন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ একটি টুইটে জানায়, বিস্ফোরণে আহতদের মধ্যে সাত জন শিশু রয়েছে। রয়টার্স
হামলাস্থলের পাশেই সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠী হাজারা সম্প্রদায়ের বহু মানুষ বসবাস করে। কাবুলের নিরাপত্তা কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, একটি উচ্চ বিদ্যালয়ে বিস্ফোরণ ঘটনায় শিয়া জনগোষ্ঠীর কিছু মানুষ হতাহত হয়েছেন।
তালিবানরা বলেছে যে, আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে তারা দেশটিকে সুরক্ষিত করেছে। তবে আন্তর্জাতিক কর্মকর্তা এবং বিশ্লেষকরা বলছেন, এখনো জঙ্গিবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়ে গেছে। এদিকে এখনো কেউ ঐ ঘটনার দায় স্বীকার করেনি।


