মিয়ানমারের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সুচির

এক বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি নেত্রী অং সান সুচি এই প্রথম দেশের জনগণের উদ্দেশে কোনো বার্তা দিলেন। মিয়ানমারের রাজধানী নেইপিদোর আদালতে তার বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। রয়টার্স, নিউজ৭

অং সান সুচি বলেন, প্রত্যেকেরই দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে, এবং এই ভিন্নতাকে সম্মান করা ও ধৈর্য্যের সঙ্গে নিজেদের মধ্যে আলোচনা করা উচিত।

নিরাপত্তাজনিত কারণে নাম-পরিচয় না প্রকাশ করা ওই ব্যক্তি বলেন, ঠিক কী কারণে সুচি এই আহ্বান জানিয়েছেন তা অবশ্য স্পষ্ট নয়, তবে জান্তার সঙ্গে আলোচনা কোনো ইঙ্গিত দেননি তিনি। 

ওই ব্যক্তি আরো জানিয়েছেন, নগদ ও স্বর্ণের ঘুষ গ্রহণের অভিযোগকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সুচি।
 

news